Tense Comparison & Timeline Practice — “সব কাল একত্রে তুলনা ও অনুশীলন”

Tense Comparison & Timeline Practice হলো এমন একটি অধ্যায় যা সকল প্রধান কালকে একত্রে তুলনা করে এবং তাদের ব্যবহার বোঝার জন্য টাইমলাইন সহ অনুশীলন দেয়। বাংলায় এর অর্থ হলো “সব কাল একত্রে তুলনা ও অনুশীলন”। এতে শিক্ষার্থীরা দেখতে পারে কোন কাজ কোন সময়ে হচ্ছে, হয়েছে বা হবে।

Timeline-এর সাহায্যে বুঝতে হবে—

  • Past → অতীত

  • Present → বর্তমান

  • Future → ভবিষ্যৎ

Example Structure:

  • Simple → সাধারণ ক্রিয়া

  • Continuous → চলমান ক্রিয়া

  • Perfect → সম্পন্ন ক্রিয়া

  • Perfect Continuous → চলমান ও সম্পন্ন ক্রিয়া

  1. I eat breakfast every day. → আমি প্রতিদিন সকালের খাবার খাই। (Simple Present)

  2. I am eating breakfast now. → আমি এখন সকালের খাবার খাচ্ছি। (Present Continuous)

  3. I have eaten breakfast. → আমি সকালের খাবার খেয়ে ফেলেছি। (Present Perfect)

  4. I have been eating breakfast for 30 minutes. → আমি ৩০ মিনিট ধরে সকালের খাবার খাচ্ছি। (Present Perfect Continuous)

  5. I ate breakfast yesterday. → আমি গতকাল সকালের খাবার খেয়েছিলাম। (Simple Past)

  6. I was eating breakfast at 8 AM yesterday. → আমি গতকাল সকাল ৮টায় সকালের খাবার খাচ্ছিলাম। (Past Continuous)

  7. I had eaten breakfast before I left for school. → আমি স্কুল যাওয়ার আগে সকালের খাবার খেয়ে ফেলেছিলাম। (Past Perfect)

  8. I had been eating breakfast for 15 minutes when she arrived. → সে আসার সময় আমি ১৫ মিনিট ধরে সকালের খাবার খাচ্ছিলাম। (Past Perfect Continuous)

  9. I will eat breakfast tomorrow. → আমি আগামীকাল সকালের খাবার খাব। (Simple Future)

  10. I will be eating breakfast at 8 AM tomorrow. → আমি আগামীকাল সকাল ৮টায় সকালের খাবার খাচ্ছি থাকবে। (Future Continuous)

  11. I will have eaten breakfast by 9 AM tomorrow. → আমি আগামীকাল সকাল ৯টার মধ্যে সকালের খাবার খেয়ে ফেলব। (Future Perfect)

  12. I will have been eating breakfast for 20 minutes by 8:30 AM. → আমি সকাল ৮:৩০ পর্যন্ত ২০ মিনিট ধরে সকালের খাবার খাচ্ছি থাকবে। (Future Perfect Continuous)

  13. She writes a letter every week. → সে প্রতি সপ্তাহে একটি চিঠি লেখেন। (Simple Present)

  14. She is writing a letter now. → সে এখন একটি চিঠি লিখছে। (Present Continuous)

  15. She has written a letter. → সে একটি চিঠি লিখে ফেলেছে। (Present Perfect)

  16. She has been writing a letter for an hour. → সে এক ঘণ্টা ধরে একটি চিঠি লিখছে। (Present Perfect Continuous)

  17. She wrote a letter yesterday. → সে গতকাল একটি চিঠি লিখেছিল। (Simple Past)

  18. She was writing a letter at 5 PM yesterday. → সে গতকাল বিকেল ৫টায় চিঠি লিখছিল। (Past Continuous)

  19. She had written a letter before her friend called. → তার বন্ধু ফোন করার আগে সে চিঠি লিখে ফেলেছিল। (Past Perfect)

  20. She had been writing a letter for 30 minutes when her friend arrived. → তার বন্ধু আসার সময় সে ৩০ মিনিট ধরে চিঠি লিখছিল। (Past Perfect Continuous)

  21. She will write a letter tomorrow. → সে আগামীকাল একটি চিঠি লিখবে। (Simple Future)

  22. She will be writing a letter at 4 PM tomorrow. → সে আগামীকাল বিকেল ৪টায় চিঠি লিখছে থাকবে। (Future Continuous)

  23. She will have written a letter by tomorrow evening. → সে আগামীকাল সন্ধ্যার মধ্যে চিঠি লিখে ফেলবে। (Future Perfect)

  24. She will have been writing a letter for 2 hours by 5 PM. → সে বিকেল ৫টার সময় ২ ঘণ্টা ধরে চিঠি লিখছে থাকবে। (Future Perfect Continuous)

  25. They play football on Sundays. → তারা রবিবারে ফুটবল খেলে। (Simple Present)

  26. They are playing football now. → তারা এখন ফুটবল খেলছে। (Present Continuous)

  27. They have played football today. → তারা আজ ফুটবল খেলেছে। (Present Perfect)

  28. They have been playing football for 2 hours. → তারা ২ ঘণ্টা ধরে ফুটবল খেলছে। (Present Perfect Continuous)

  29. They played football yesterday. → তারা গতকাল ফুটবল খেলেছিল। (Simple Past)

  30. They were playing football at 3 PM yesterday. → তারা গতকাল বিকেল ৩টায় ফুটবল খেলছিল। (Past Continuous)

  31. They had played football before it started raining. → বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ফুটবল খেলেছে। (Past Perfect)

  32. They had been playing football for 1 hour when it started raining. → বৃষ্টি শুরু হওয়ার সময় তারা ১ ঘণ্টা ধরে ফুটবল খেলছিল। (Past Perfect Continuous)

  33. They will play football tomorrow. → তারা আগামীকাল ফুটবল খেলার। (Simple Future)

  34. They will be playing football at 5 PM tomorrow. → তারা আগামীকাল বিকেল ৫টায় ফুটবল খেলছে থাকবে। (Future Continuous)

  35. They will have played football by 6 PM tomorrow. → তারা আগামীকাল বিকেল ৬টার মধ্যে ফুটবল খেলে ফেলবে। (Future Perfect)

  36. They will have been playing football for 2 hours by 6 PM. → তারা বিকেল ৬টার মধ্যে ২ ঘণ্টা ধরে ফুটবল খেলছে থাকবে। (Future Perfect Continuous)

  37. He reads a book every night. → সে প্রতি রাতে একটি বই পড়ে। (Simple Present)

  38. He is reading a book now. → সে এখন একটি বই পড়ছে। (Present Continuous)

  39. He has read 3 books this week. → সে এই সপ্তাহে ৩টি বই পড়েছে। (Present Perfect)

  40. He has been reading for 1 hour. → সে ১ ঘণ্টা ধরে পড়ছে। (Present Perfect Continuous)

  41. He read a book yesterday. → সে গতকাল একটি বই পড়েছিল। (Simple Past)

  42. He was reading a book at 7 PM yesterday. → সে গতকাল রাত ৭টায় বই পড়ছিল। (Past Continuous)

  43. He had read the book before the class started. → ক্লাস শুরু হওয়ার আগে সে বই পড়ে ফেলেছিল। (Past Perfect)

  44. He had been reading for 2 hours when his friend called. → তার বন্ধু ফোন করার সময় সে ২ ঘণ্টা ধরে পড়ছিল। (Past Perfect Continuous)

  45. He will read a book tomorrow. → সে আগামীকাল একটি বই পড়বে। (Simple Future)

  46. He will be reading a book at 8 PM tomorrow. → সে আগামীকাল রাত ৮টায় বই পড়ছে থাকবে। (Future Continuous)

  47. He will have read the book by next week. → সে আগামী সপ্তাহের মধ্যে বই পড়ে ফেলবে। (Future Perfect)

  48. He will have been reading for 3 hours by 9 PM. → সে রাত ৯টার মধ্যে ৩ ঘণ্টা ধরে পড়ছে থাকবে। (Future Perfect Continuous)

  49. I eat lunch at 1 PM. → আমি দুপুর ১টায় খাবার খাই। (Simple Present)

  50. I am eating lunch now. → আমি এখন দুপুরের খাবার খাচ্ছি। (Present Continuous)