শব্দার্থ ও টীকা

শব্দার্থ ও তথ্য

  • প্রত্যুপকার — উপকারীর উপকার করা।

  • অভিরুচি — ইচ্ছা।

  • সমভিব্যাহারে — সঙ্গে বা সাহচর্যে।

  • নিষ্কৃতি — মুক্তি।

  • কোপানলকোপ + অনল; ক্রোধ বা রাগের আগুন (এখানে “যাওয়া” অর্থে ব্যবহৃত)।

  • প্রতীতি — বিশ্বাস, ধারণা।

  • পরিচ্ছদ — পোশাক।

  • প্রীতি প্রফুল্ললোচনেপ্রীতি + প্রফুল্ল + লোচন; বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে (লোচন অর্থ চোখ)।

  • মৌনাবলম্বনমৌন + অবলম্বন; নিরবতা পালন।

  • অব্যাহতি — মুক্তি, ছাড়া পাওয়া।

  • অবধারিত — নিশ্চিত।

  • প্রত্যাগমনপ্রতি + আগমন; ফিরে আসা।

  • রোষারক্ত নয়নে — ক্রোধে লাল চোখে।

  • অবলোকনমাত্র — দেখামাত্র।

  • সম্ভাষণ — সম্বোধন।

  • উৎকট — অত্যন্ত প্রবল, তীব্র।

  • অবরুদ্ধ — বন্দি।

  • নিরীক্ষণ — মনোযোগ দিয়ে দেখা।


ঐতিহাসিক শব্দ

  • খলিফা — প্রতিনিধি; হজরত মুহাম্মদ (স.)-এর পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে বলা হতো। তিনি ছিলেন একাধারে শাসক ও ধর্মনেতা।

  • ডেমাস্কাস (দামেস্ক) — এশিয়ার একটি প্রাচীন শহর। হজরত ইব্রাহিম (আ.)-এর যুগের পূর্বে গড়ে ওঠে। বর্তমানে সিরিয়ার রাজধানী।

  • মামুন (আল-মামুন) — পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন (৭৮৬–৮৩৩ খ্রিষ্টাব্দ)। সপ্তম আব্বাসীয় খলিফা, খলিফা হারুনর রশীদের দ্বিতীয় পুত্র।

  • বাগদাদ — বর্তমান ইরাকের রাজধানী। আব্বাসীয় খলিফা মনসুর ৭৬৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন। টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। হারুনর রশীদের আমলে এটি মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়।